ইস্রাফিল হোসাইন পাপ্পু, ধোবাউড়া ময়মনসিংহের ধোবাউড়ায় উৎসব মুখর পরিবেশে উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী বনভোজনে ছিল বিজয়পুর প্রাকৃতিক সৌন্দর্য্যের অপার লীলাভূমি লাল মাটির পাহাড় ও বিভিন্ন স্পট ঘোরাঘুরির মধ্যদিয়ে মনসাপাড়া মিশনে গিয়ে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে বনভোজন সম্পন্ন হয়। আয়োজিত বনভোজনে অংশগ্রহণ করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, প্রেসক্লাবের সভাপতি ও জেলা পরিষদের সদস্য জালাল উদ্দিন সোহাগ, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম ইকবাল, সহ-সভাপতি কামরুল ইসলাম আমির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া সৌরভ, রইছ উদ্দিন, হাসমত আলী, আজহারুল ইসলাম, মজিবুল কাইয়ূম, উমর আলী, আমিনুল ইসলাম।
অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলী আকবর, আনিসুজ্জামান সাকিব, খায়রুল ইসলাম রতন, সাঈদ কামাল, সৌরভ হোসেন মিলন, শামসুল হক সহ অন্যান্যরা। বনভোজন শেষে লটারির ড্র করে পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে আনন্দ ভাগাভাগি করে ভ্রমণ সমাপ্তি ঘোষণা করা হয়েছে।