শফিপুর আনসার একাডেমীর শহীদ আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শফিপুর আনসার একাডেমীর শহীদ আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

March 15, 2023 114 Views

আঃ খালেক পিভিএম,পাবনা।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শফিপুর প্রশিক্ষণ একাডেমীতে অবস্থিত ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার-ভিডিপি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত ০৩ দিন ব্যাপী আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান ১৪ মার্চ স্কুল এন্ড কলেজ মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়।আনসার ভিডিপি এলাডেমীর ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস এম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান,বিজিবিএম, পিবিজিএম(বার), এনডিসি।প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান ও অন্য অতিথিগন অনুষ্ঠানস্থলে পৌঁছালে অতিথিদের বরণের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস এম আমিনুল ইসলাম উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও স্বাগতম জানান।তিনি বলেন আজকে এ প্রতিযোগিতায় যারা অংশ গ্রহণ করে বিজয়ী হবে তাদের প্রতি শুভ কামনা, যারা বিজিত হবে তারা তারা আগামীতে ভালো করার চেষ্টা করবে।ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে মার্চপাস্ট, শিক্ষার্থীদের ক্রীড়াপ্রতিযোগিতা, অভিভাবকদের বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা গোলক নিক্ষেপ ও ঝুঁড়িতে বল নিক্ষেপ,সংগঠনের বিভাগীয় অতিথিদের বেলুন ফুটানো, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ,কোরিওগ্রাফি ও পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডিজির মিসেস সামিয়া আক্তার, আনসার ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, পরিচালকবৃন্দ, উপ-পরিচালক বৃন্দসহ স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক,শিক্ষার্থী, কর্মচারী, অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, নানা শ্রেনী পেশার মানুষ, রাজনৈতির নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক