ইস্রাফিল হোসাইন পাপ্পুঃধোবাউড়া- ময়মনসিংহের ধোবাউড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সহকারী কমিশনার( ভূমি) ফাতেমা জান্নাত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব আকন্দ, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস, যুগ্ম সম্পাদক শওকত উসমান, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাইদ, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার রফিক উদ্দিন ভূইয়া, সহকারী অধ্যাপক আব্দুল খালেক পাঠান সহ সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ।