You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম,পাবনা।। নারী জাগরণের অগ্রপথিক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজে দুই দিন ব্যাপী বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এখন টিভির সম্পাদকীয় প্রধান কর্তৃক আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নিদেশনা মূলক বক্তব্য দেন ও বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।তিনি বলেন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহী করতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বই নিয়ে যাওয়ার এ ব্যতিক্রম আয়োজন নিসন্দেহে প্রশংসনীয়।তিনি আরো বলেন, এ বই মেলার মাধ্যমে বিভিন্ন নামীদামী লেখকদের লেখা বইগুলি অতি সহজেই বই প্রেমিকদের কাছে পৌঁছানো সহজ।তিনি ছাত্র, শিক্ষকসহ সবাইকে মেলা থেকে বই ক্রয় করার পরামর্শ দেন।বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বুধবারের দুই দিন ব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মাজেদ রহমান।টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ চত্বরে দুই দিনব্যাপী বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, টিএমএসএসের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা, উপদেষ্টা, পরামর্শক, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, নানা শ্রেণি পেশার প্রতিনিধি, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুন কবি, সাহিত্যিক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম এ মেলার আয়োজনকারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।