আঃ খালেক পিভিএম,পাবনা।। উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের পক্ষ থেকে বগুড়ার মহীয়সী নারী হাসনা জাহান ভান্ডারী কে সংবর্ধিত করা হয়।টিএমএসএসের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি সংস্থাকে বিভিন্ন সহযোগিতা প্রদান ও বগুড়ায় শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, মানবিক ও শিল্পসহ বিভিন্ন উন্নয়নে অবদান রাখায় মহীয়সী নারী হাসনা জাহান ভান্ডারী কে টিএমএসএস কর্তৃক সংবর্ধনা প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়েছে।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মহীয়সী নারী হাসনা জাহান ভান্ডারীকে সংবর্ধনা প্রদান ও তাঁর কর্মময় জীবন সম্পর্কে স্মৃতি চারন মূলক বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।বগুড়ার ঠেঙ্গামারা টিএমএসএসের ফাউন্ডেশন অফিসের সিসিএম কক্ষে ১৬ মার্চ সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর ছেলে মোঃ তৌফিকুর রহমান বাপ্পী ভান্ডারী ও টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান প্রমুখ বক্তব্য দেন।টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন,টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি সামাজিক ভাবে অবদান রেখে চলা মানুষদেরকে স্বরণ করেন।আজকের এ অনুষ্ঠানের মাধ্যমে তার একটি উৎকৃষ্ট উদাহরণ।এ অনুষ্ঠানে টিএমএসএসের পরামর্শক,জীবন সদস্য,উর্ধ্বতন কর্মকর্তাগন,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,নানা শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।