কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপির জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম দিবস পালন

কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপির জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম দিবস পালন

March 17, 2023 330 Views

আঃ খালেক পিভিএম,পাবনা।।  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপি কর্তৃক আয়োজিত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩-তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপি’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।পরে কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে কেক কাটা,আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় বাহিনীর সকল সদস্যদের নিয়ে কেক কাটেন আনসার ও ভিডিপি’র কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক হোসেন।আলোচনা সভায় বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ও ভিডিপির কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক হোসেন।আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কুড়িগ্রাম সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন ও কুড়িগ্রাম জেলা কার্যালয়ের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা প্রমুখ।অন্যান্যদের উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী,কুড়িগ্রাম জেলার অফিস সহকারী মোছাঃ আঞ্জুমানা ও ব্যাটালিয়ন আনসারগণ,অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী,বিভিন্ন ইউনিয়নের দলনেতা,দলনেত্রী,ভিডিপি সদস্য ও সদস্যা প্রমুখ।সবশেষে বাদ জুম্মা কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপি কার্যালয়ের নামাজ ঘরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালন ও পরিচালনা করেন উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান।

সাম্প্রতিক