আঃ খালেক পিভিএম,পাবনা। নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত নাটোর কৈশোর কর্মসূচি কর্তৃক আয়োজিত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩-তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।এ উপলক্ষে টিএমএসএসের নাটের জেলার কৈশোর কর্মসূচির উদ্যোগে নাটোরের বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা নানা কর্মসূচী পালন করেছে।টিএমএসএসের অপারেশান-১১ নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।পরে কিশোরী ক্লাবে কিশোর-কিশোরীদের নিয়ে আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা,উপস্থিত বক্তৃতা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কৈশোর কর্মসূচির সমন্বয়কারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও কৈশোর ক্লাবের কিশোরী মাজেদা খাতুন ও আলেয়া পারভিন প্রমুখ।শেষে কিশোরী ক্লাবের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,কিশোরী ক্লাবের সদস্য,নানা শ্রেণি পেশার মানুষ,এনজিও কর্মী,জনপ্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।