নাটোর টিএমএসএসের কৈশোর কর্মসূচির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম দিবস পালিত

নাটোর টিএমএসএসের কৈশোর কর্মসূচির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম দিবস পালিত

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা। নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত নাটোর কৈশোর কর্মসূচি কর্তৃক আয়োজিত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩-তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।এ উপলক্ষে টিএমএসএসের নাটের জেলার কৈশোর কর্মসূচির উদ্যোগে নাটোরের বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা নানা কর্মসূচী পালন করেছে।টিএমএসএসের অপারেশান-১১ নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।পরে কিশোরী ক্লাবে কিশোর-কিশোরীদের নিয়ে আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা,উপস্থিত বক্তৃতা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কৈশোর কর্মসূচির সমন্বয়কারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও কৈশোর ক্লাবের কিশোরী মাজেদা খাতুন ও আলেয়া পারভিন প্রমুখ।শেষে কিশোরী ক্লাবের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,কিশোরী ক্লাবের সদস্য,নানা শ্রেণি পেশার মানুষ,এনজিও কর্মী,জনপ্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

LATEST POSTS