বগুড়ায় টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত

image

You must need to login..!

Description

আঃ খালেক পিভিএম,পাবনা।।নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৮ মার্চ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।উত্তর জনপদের কৃতি সন্তান টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক,আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবুল শাহিন কাওছার সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মামুনুর রশিদ খন্দকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রফেসর ড.হাছানাত আলী,টিএমএসএসের পরামর্শক সামছুল আলম,পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান,সেক্টর প্রধান ফয়জুন নাহার,হেম অপারেশান এন্ড আই টি পরিচালক মোঃ মাহবুবর রহমান,চীফ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান,সিনিয়র সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন ও টিটিইআইয়ের অধ্যক্ষ রিহান ইসলাম প্রমুখ।অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও স্বাগতম জানান।তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ উপদেশ দেন।তিনি আরো বলেন টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে সারা দেশে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা সম্প্রসারণে কাজ করছে।তিনি বলেন আজকে যারা শিক্ষার্থী আগামী দিনে তারা দেশ ও জাতীর কর্নধার।তিনি নবীন শিক্ষার্থীদের শিক্ষা জীবন সঠিক ভাবে কাজে লাগিয়ে জীবনে প্রকৃত মানুষ হয়ে গড়ে তোলার পরামর্শ দেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডোমেইন চীফ সাজ্জাদুল বারী সুমন।অনুষ্ঠানে বক্তারা আগামী প্রজন্মকে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করে গড়ে তোলার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কারিগরি শিক্ষায় শিক্ষিতরা দেশ ও জাতী গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানে ইনস্টিটিউটের ১৩ জন কৃতি শিক্ষার্থীদের অবদানের জন্য প্রতিষ্ঠান কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়।শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে টিএমএসএসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা,উপদেষ্টা,পরামর্শক,নিবাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,মোঃ আব্দুল হান্নান,নানা শ্রেণি পেশার প্রতিনিধি, এনজিও কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার