আঃ খালেক পিভিএম,পাবনা।। জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের চাটমোহর জোনের আওতাধীন বনপাড়া অঞ্চলের,বনপাড়া-২ শাখার সদস্য মোঃ তারেক আল মামুনের মৃত পরবর্তী সহযোগিতা মূলক বীমার টাকা ফেরত প্রদান অনুষ্ঠান ১৬ মার্চ টিএমএসএসের নাটোরের বনপাড়া-২ শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বনপাড়া-২শাখার,শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও মৃত্যু পরবর্তী সহযোগিতা মূলক বীমার দাবীকৃত টাকা ফেরত প্রদান করেন টিএমএসএসের চাটমোহর জোনের,জোন প্রধান মোঃ ইউনুস আলী।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ মেম্বার মোঃ মজিবর রহমান ও টিএমএসএসের বনপাড়া অঞ্চল প্রধান মোঃ সেলিম রেজা।অনুষ্ঠানে চাটমোহর জোন প্রধান মোঃ ইউনুস আলী কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি বনপাড়া এলাকায় কার্যক্রম জোরদার করনের আহবান জানান।তিনি কর্মকর্তা ও উপকার ভোগী সদস্যদের মধ্যে ঋণ বিতরণ,মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় ও ঋণের টাকা যথাযথ প্রকল্পে প্রয়োগের উপর আলোচনা করেন।তিনি উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের পক্ষ থেকে মৃত্যু ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদেরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন।খেলাপি ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি বলেন,টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।তিনি সদস্যদের ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয় ও আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।অনুষ্ঠানে টিএমএসএসের চাটমোহর জোনের,বনপাড়া অঞ্চলের,বনপাড়া-২ শাখার সদস্য মোঃ তারেক আল মামুন এর মৃত্যু পরবর্তী সহযোগিতা মূলক দাবীকৃত বীমার ৩ লাখ টাকা তার ভাই মোঃ মোজাম্মেল হকের নিকট ফেরত প্রদান করা হয়।ফলে মৃত্যু সদস্যের সম্পূর্ণ ঋণ মওকুফ করে এ টাকা চেকের মাধ্যমে ফেরত প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে টিএমএসএসের সংশ্লিষ্ট শাখার ফিল্ড সুপারভাইজার মোঃ লোকমান হোসেন,মৃত্যু সদস্যের মাতা মোছাঃ আতেজান,সুবিধা ভোগী সদস্য,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,এনজিও কর্মী,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।