এনায়েতুর রহমান ফুলবাড়ীয়া থেকে : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের হত দরিদ্র উন্নয়ন দলের (ইউপিজি) গ্রাজুয়েশন সম্পন্ন হলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আব্দুল মালেক সরকার, দেওনাইপাড় ভিডিসি। কুশমাইল ইউনিয়ন হত দরিদ্র উন্নয়ন দলের গ্র্যাজুয়েশন সেলিনা, জাহানারা বলেন, আমাদেরকে ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আত্ম নির্ভরশীল হওয়ার সহযোগিতা করেছে, যেমন আমাদেরকে গাভী, হাস, মুরগি দিয়েছে, শাক সবজি করার জন্য বীজ, সার ও প্রশিক্ষন দিয়েছে, বাল্যবিয়ে বন্ধ করেছে। আজকে আমরা স্বাবলম্বী, সন্তানের লেখাপড়ার খরচ আমরাই দিতে পারছি কারো কাছে হাত বাড়াতে হচ্ছে না, আমরা আরও এগিয়ে যাব।
আয়োজনে ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামলা শান্তি কুরাইয়া, প্রোগ্রাম অফিসার কুশমাইল পি,এফ,এ ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কুশমাইল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল হোসেন, সাংবাদিক, হত দরিদ্র উন্নয়ন দলের(ইউপিজি) সদস্যবৃন্দ।