You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ০৭ আসামীদেরকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) রিফাত আল আফসানী এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ মোড়স্থ সোনালী ব্যাংক সংলগ্ন মোঃ আল আমিনের কম্পিউটার এন্ড অনলাইন সার্ভিস দোকান হইতে জাল জালিয়াতী মামলার আসামী আল আমিন(২৫), পিতা-আব্দুল বারেক, সাং-আলালপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ১।SECONDARY SCHOOL CERTIFICATE EXAMINATION, 2015 This is to certify that Md Abu Hanif, Son/Daughter of Md. Nurul islam, of Latomondal High School, bearing Roll Mymensingh no-419954, G.P.A 2.19, যার Serial No DBS 1044242, Registration No-1210584939/2013 লিখা্আ ছ, ২। একটি কালো SAMSUNG কোম্পানীর ১৯ ইঞ্চি মনিটর, ৩।একটি ভালো EPSON কোম্পানীর প্রিন্টার, যার মডেল নং-L3110, ৪। একটি A4TECH কোম্পানীর কী-বোর্ড, ৫। একটি A4TECH কোম্পানীর মাউস, ৬। একটি কালো রায়ের DELUX কোম্পানীর সিপিইউ, যাহার গায়ে E-GREEN ASUS লেখা আছে, যার ভেতরে একটি হার্ডডিক্স সংযুক্ত, যাহার উপর ইংরেজীতে WD 1.0TB এবং S/N: WCC6Y2LDOFPX, লেখাসহ অন্যান্য লেখা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) সাইদুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার কাঠগোলা এলাকা হইতে চুরি মামলার আসামী ১। নাহিদ হাসান নাঈম (৩০), পিতামৃত-বিল্লাল হোসেন, সাং-চরপাড়া বৌ বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) হুমায়ুন কবির এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার চর ঝাউগড়া এলাকা হইতে অন্যান্য মামলার আসামী খলিল মিয়া (৪০), পিতা-মোঃ জলিল মিয়া, সাং- রঘুরামপুর, আজহারুল ইসলাম (২২), পিতা-মোসলেম উদ্দিন, সাং-চর ঝাউগড়া, উভয় থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) মাহমুদুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার সানকিপাড়া এলাকা হইতে অন্যান্য মামলার আসামী সজিব (৩২), পিতা-আলী আব্বাস, সাং-সেনবাড়ী রোড, কাজী সাহেবের বাসা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এএসআই(নিঃ) আবুল হাসান এবং সোহরাব আলী থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি জিআর ও ০১টি সিআর মোট ০২টি বডি তামিল করা হয়। জিআর গ্রেফতারী পরোয়ানায় ফাহিমা খাতুন (২৩), পিতা-আনোয়ার হোসেন আনু, বর্তমানে স্বামী- জাহিদুল ইসলাম, শ্বশুর- মোঃ হাবিবুর রহমান, শিকারীকান্দা, বেলতলী ব্রীজের পূর্ব পার্শ্বে, অপর একটি ব্রীজ সংলগ্ন হাবীর বাড়ী, সিআর গ্রেফতারী পরোয়ানায় শাহানাজ খাতুন, পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-গোপাল নগর সুতিয়ার পাড়, উভয়ই থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।