আঃ খালেক খান পিভিএম।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের আয়োজনে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ মূলক সভা ১৯ মার্চ বরিশালের হোটেল গ্রান্ড পার্কের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে, সংগঠন ও কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক অপারেশনস এ.কে.এম জিয়াউল আলম বিএএম,পিভিএমএস। সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ পরিচালক মোঃ আশরাফুল আলম,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মোঃ আশাফুর রহমান,ঢাকার সদর দপ্তর হতে আগত উপ-পরিচালক কেপিআই মোঃ সাজ্জাদ হোসেন ও উপ-পরিচালক সাধারণ মোঃ আশরাফুজ্জামান প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি এ.কে.এম জিয়াউল আলম তাঁর বক্তব্যে বলেন শুদ্ধাচার চর্চা ও সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তার, কর্মচারীগন ব্যক্তিগত, পারিবারিক,সামাজিক ও নিজ নিজ কর্মক্ষেত্রসহ অন্যান্য সকল ক্ষেত্রে বেশি বেশি শুদ্ধাচার চর্চা করলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ২০৪১ সালের পূর্বেই গড়ে তোলা সম্ভব হবে।তিনি উপস্থিত সবাই কে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।তিনি আরো দেশ ও জাতী গঠনে মাঠ পর্যায়ে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে।তিনি বলেন দেশের যে কোন দূর্যোগ ও ক্রান্তিলগ্নে আপনাদের সজাগ থাকতে হবে।সভায় অংশীজন তাদের পরামর্শ মূলক আলোচনার মাধ্যমেে মতামত ব্যক্ত করেন।আলোচনা সভার সার সংক্ষেপ উপস্থাপন করেন এসএম মুজিবুল হক পাভেল।এ সভা অনুষ্ঠানের মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন বিশেষভাবে উপকৃত হয়েছেন যা ভবিষ্যতে সরকারি দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখবে।আলোচনা সভা অনুষ্ঠানে আনসার ও ভিডিপির বরিশাল জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ (চ:দা:),আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক লাইজু আক্তার,সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা এমএজি কবির ভুলু,আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,নানা শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,আনসার ভিডিপির সদস্য,সদস্যা,সুধীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ মেরিনা আক্তার।
সভাটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।