ধোবাউড়ায় উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

ধোবাউড়ায় উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

BMTV Desk No Comments

ইস্রাফিল হোসাইন পাপ্পুঃ ধোবাউড়া  মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ধোবাউড়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে (৪র্থ পর্যায়) জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে ধোবাউড়া উপজেলা প্রশাসন। সোমবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে সকল সাংবাদিকদের উপস্থিতিতে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন জানায়, মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা।
ধোবাউড়া উপজেলায় সর্বমোট ২৫১টি ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে।
ইতিমধ্যে ১২৬টি ঘর হস্তান্তর করা হয়েছে এবং আগামী ২২/০৩/২০২৩ বুধবার সকাল ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮৭টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকি ঘরগুলো আগামী জুন মাসের মধ্যে গৃহহীনদের মাঝে হস্তান্তর করে ধোবাউড়া উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক এবং ধোবাউড়া উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।