আনসার ভিডিপি’র মহাপরিচালক নেত্রকোনা জেলার ৬-আনসার ব্যাটালিয়ান পরিদর্শন

image

You must need to login..!

Description

আঃ খালেক খান পিভিএম।।  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি, পিএইচডি ২০ মার্চ নেত্রকোনা জেলার জারিয়ায় অবস্থিত ৬-আনসার ব্যাটালিয়ন পরিদর্শন করেন।তিনি ব্যাটালিয়ান সদর দপ্তরে পৌছালে ব্যাটালিয়ানের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যাটালিয়ান অধিনায়ক।পরিদর্শনের শুরুতেই মহাপরিচালকে ৬-আনসার ব্যাটালিয়ন কর্তৃক গার্ড সালাম প্রদান করা হয়।পরে মহাপরিচালকের সাথে ব্যাটালিয়ান কর্মকর্তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময়ে ব্যাটালিয়ন অধিনায়ক মহাপরিচালকে ব্যাটালিয়ন সদর দপ্তর ও ক্যাম্পের সার্বিক পরিস্হিতি,প্রশাসনিক ও আভিযানিক কার্যক্রম,চ্যালেঞ্জ মোকাবেলা ও নানা সমস্যা সম্পর্কে মহাপরিচালক কে অবহিত করেন।মহাপরিচালক তাদের কথাগুলি ধৈর্যসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।পরবর্তীতে ব্যাটালিয়ান সদর দপ্তরের দরবার হলে মহাপরিচালক মহোদয়ের দরবার অনুষ্ঠিত হয়।দরবারে মহাপরিচালক মহোদয় ব্যাটালিয়ন সদস্যদের প্রতি নির্দেশনা প্রদান করেন ও দরবার পয়েন্ট আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।পরে মহাপরিচালক মহোদয় ৬-আনসার ব্যাটালিয়ান চত্বরে একটি আম গাছের চারা রোপণ করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।ব্যাটালিয়ন পরিদর্শনকালে রেঞ্জ কমান্ডার, ময়মনসিংহ,৬-আনসার ব্যাটালিয়ন অধিনায়ক,উপ-পরিচালক জেনারেল,উপ-পরিচালক ওয়েলফেয়ার, ব্যাটালিয়নের অন্য কর্মকর্তা ও ৬-আনসার ব্যাটালিয়ান সদস্যগন উপস্থিত ছিলেন।