আঃ খালেক পিভিএম,পাবনা।। উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত অপারেশন-৭,সিলেট ডোমেইন কর্তৃক আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়।দিবসটিতে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী সকল বীর সেনানী ও মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টিএমএসএসের অপারেশন-৭,সিলেট ডোমেইন ও সিলেট জোন অফিসের যৌথ উদ্দোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।দিবসটির ধারাবাহিক কর্মসূচির মধ্যে পুষ্পস্তবক অর্পন,আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।অনুষ্ঠানে মহান স্বাধীনতার পটভূমি,মুক্তিযোদ্ধা,মুক্তিযুদ্ধ তথা মহান স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন-৭,সিলেট ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক।তিনি তাঁর বক্তব্যে মহান স্বাধীনতার বীর সন্তানদের প্রতি গভির শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁদের প্রতি বিশেষ সম্মননা জানান।অন্যদের মধ্যে টিএমএসএসের সিলেট জোন প্রধান মোঃ মোয়াজ্জেম হোসেন,সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃ মনোয়ার হোসেন ও সিলেট অঞ্চল প্রধান মোঃ আঃ সালাম প্রমুখ বক্তব্য দেন।সবশেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।দিবসটি পালন অনুষ্ঠানে টিএমএসএসের ডোমেইন কার্যালয়ের সকল কর্মকর্তা,কর্মচারী,এরিয়া ও জোন অফিসের কর্মকর্তা,কর্মচারী,টিএমএসএসের উপকার ভোগী সদস্যা,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিতি ছিলেন।