You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ ক্যান্টনমেন্ট রোডে “প্রাপ্তি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র” পরিদর্শনকালে কোতোয়ালী মডেল থানা ওসি শাহ কামাল আকন্দ চিকিৎসাধীন মাদকাসক্তদের চিকিৎসা শেষে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় অফিসার ইনচার্জ, শাহ কামাল আকন্দ পিপিএম (বার), সানকিপাড়া ক্যান্টনমেন্ট রোডে প্রাপ্তি মাদকাসক্ত পূর্নবাসন কেন্দ্র পরির্দশন করেন।
এসময় চিকিৎসাধীন মাদকাসক্তদের এক আলোচনায় মাদকের উৎসসহ মাদক ব্যবসার সহিত জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য জিজ্ঞাসাবাদ করেন। মাদকসেবীদের মাদকের কু-ফলতা সম্পর্কে আলোচনা করেন। চিকিৎসা শেষে সুস্থ্য, সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান। ইহা ছাড়াও নিরাময় কেন্দ্রের চিকিৎসা নিয়ে মাদকাসক্ত তৌহিদ ফেরদৌস শাওন (২৬), রাশেদুল হক জয় (২৪), নিন্টু পাল (৪৮) বর্তমানে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় অফিসার ইনচার্জ তাদের ধন্যবাদ জ্ঞাপনসহ আর্থিক সহায়তা প্রদান করেন এবং নিরাময় কেন্দ্রে অফিস সহকারী হিসেবে চাকুরীর ব্যবস্থার মাধ্যমে পূনর্বাসিত করা হয়। তিনি এসময় আরো বলেন, সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলে তাদের সাধ্যমত পূর্নবাসনে সহযোগিতার আশ্বাস দেন।