আঃ খালেক পিভিএম,পাবনা।।
জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় পেইস প্রকল্পের উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের অধীনে কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র ঋণের আওতায় ৩০ মার্চ ২০২৩ বগুড়ার রেলওয়ে মার্কেটে ফ্রি স্বাস্থ্য সুরক্ষা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসইপি প্রকল্পের,প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন গ্রাম উন্নয়ন কর্ম গাক এর সিনিয়র পরিচালক ড.মাহবুব আলম।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,কৃষি যন্ত্রপাতি উৎপাদনে দক্ষিণ এশিয়ার বৃহৎ হাব হিসাবে বগুড়া জেলা সর্বাধিক পরিচিত।তিনি বলেন বগুড়া রেলওয়ে মার্কেট লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে দেশের একটি বৃহৎ বাজার।এখানে ৫ শতাধিক ছোট,বড় ক্ষুদ্র উদ্যোগে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে।এ সব শিল্প প্রতিষ্ঠানে প্রায় ২-৩ হাজার শ্রমিক নিয়োজিত আছেন,যারা ঝুকিপূর্ণ পেশা কৃষি যন্ত্রপাতি উৎপাদনে জড়িত।বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তারা এ শিল্পকে সামনের দিকে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।তিনি আরো বলেন,মার্কেটের মালিক,শ্রমিক ও কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস কল্পে গ্রাম উন্নয়ন কর্ম গাক এধরণের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে সকলকে স্বাস্থ্য সুরক্ষা সেবা প্রদান করার পাশাপাশি আগামীতেও এমন স্বাস্থ্য সুরক্ষা সেবা কার্যক্রম চলমান রাখা হবে।এছাড়াও শ্রমিকদের কর্মক্ষেত্রে সুন্দর পরিবেশ,সুরক্ষা ব্যবস্থা,মহিলা শ্রমিকদের জন্য
সুন্দর কর্ম পরিবেশ ও বিভিন্ন রকম প্রশিক্ষণ কার্যক্রম উপ-প্রকল্পের আওতায় বাস্তবায়িত করা হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাক এর পরামর্শক মোঃ মোবারক হোসেন তালুকদার ও গাক এর সমন্বয়কারী কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ জিয়াউদ্দিন সরদার প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠিত স্বাস্থ্য সুরক্ষা সেবা ক্যাম্পে ২ শতাধিক মার্কেটের মালিক, শ্রমিক ও কর্মচারীদের সাধারণ স্বাস্থ্য সেবা ও চক্ষু সেবা প্রদান করা হয়।অনুষ্ঠানে গক এর উর্ধ্বতন কর্মকর্তা,নানা শ্রেণি পেশার মানুষ, এনজিও কর্মী, রেলওয়ে মার্কেটের মালিক, শ্রমিক, কর্মচারী, সুবিধা ভোগী সদস্য, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।