You must need to login..!
Description
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ গফরগাঁও উপজেলা সদরসহ ১৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঝড়ে বোরো ফসল , বিভিন্ন শাকসবজিসহ হরেক রকমের ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে । এ ছাড়া সবজির ইউনিয়ন রসুলপুর ,টাংগাবর ও পাঁচবাগের চরএলাকায় কলাবাগান , লেবু বাগানের ক্ষতির পরিমান বেশি । ঝড় ও বৃষ্টির সাথে সাথে পিডিবি ও পল্লী বিদ্যুতের লাইন অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যায় । চৈত্রের মাসের ঝড় ও বৃষ্টির পরে কয়েক ঘন্টার পরে শুধুমাত্র গফরগাঁও পৌরসভার পিডিবির বিদ্যুৎ চালু হয়েছে গভীর রাতে দিকে । তবে এখনো গ্রাম এলাকা গুলোতে পল্লীতে লাইন চালু হয়নি বলে গ্রাহক সুত্রে জানা গেছে । উপজেলা কৃষি অফিসার নুর মোহাম্মদ জানান , ঝড়ে ও বৃষ্টি দরুন শুধু মাত্র শাকসবজি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে । শিলা বৃষ্টির না হওয়ার ফলে বোরো ফসলের তেমন একটা ক্ষতি হয়নি। এ ছাড়াও ভয়াবহ ঝড়ে সূর্ষমুখী ফসলের ক্ষতি গ্রস্ত হয়েছে তুলুনামুলক ভাবে বেশি । চলতি মৌসুমে প্রায় ৫হেক্টর জমিতে সূর্ষমুখীর আবাদ হয়েছে । তবে সুর্যমুখীর ফলন ভালো হয়েছিল । কিন্তুু বৃহস্পতিবার রাতের ঝড়ে আবাদ সর্ম্পুন্ন ভাবে নষ্ট হয়ে গেছে । চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের কৃষক মোঃ মুর্র্শিদ মিয়া জানান , সর্বনাশা ঝড়ের দরুণ যে সমস্ত বোরো ধান বের হয়ে গেছে । তা ঝড়ের ফলে হেলে পড়েছে । চরএলাকার সবজি ফসলের ক্ষতি হয়েছে । বিভিন্ন স্থানে নানান রকমের গাছ ও কলাবাগান হেলে পড়েছে । কলাবাগান ক্ষতি হওয়ার ফলে কৃর্ষকরা দিশেহারা হয়ে পড়েছে । ঝড় ও বৃষ্টির ফলে রমজানের মাসের শাকসবজির দাম দ্বিগুণ বেড়ে যাওয়ার আশংকা রয়েছে । উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে ।