রাজশাহীতে আনসার ব্যাটালিয়ানে সৌন্দর্য বৃদ্ধিকরণে বৃক্ষ রোপণ

রাজশাহীতে আনসার ব্যাটালিয়ানে সৌন্দর্য বৃদ্ধিকরণে বৃক্ষ রোপণ

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা।।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহীর নওহাটা পবায় অবস্থিত ১৯ আনসার ব্যাটালিয়নে সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃক্ষ রোপণ করা হয়।নওহাটা ১৯ আনসার ব্যাটালিয়ান কার্যালয় চত্বরে ৩ এপ্রিল পুষ্টির পাওয়ার হাউজ খ্যাত মালদ্বীপের জাত মালবেরি ফলের চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপণ ও আনসার ব্যাটালিয়ানে সৌন্দর্য বৃদ্ধি শুরু করা হয়েছে।এ ফলটি এদেশে একটি নতুন জাতের ফলের চারা,স্বাদ ভালো ও ফলটি খুব পু্ষ্টিগুন সম্পন্ন।এ নতুন জাতের বৃক্ষ রোপন করেন ১৯ আনসার ব্যাটালিয়ানের নবাগত পরিচালক মোঃ আব্দুল মজিদ।তিনি বৃক্ষের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।তিনি তার ব্যাটালিয়ানে কর্মরত সকল ব্যাটালিয়ান সদস্যদের নিজ নিজ অবস্থানে ও বাড়িতে বিভিন্ন ফলোদ ও বনোজ বৃক্ষ রোপণ করার পরামর্শ দেন।এ সময় ১৯ আনসার ব্যাটালিয়ানের ১৯ বিএন কোম্পানি কমান্ডার মোঃ দিদারুল আলম ও ১৯ আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পদ মর্যাদার সদস্য ও ব্যাটালিয়ানের অন্য সদস্যরা উপস্থিতি ছিলেন।