আঃ খালেক পিভিএম,পাবনা।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি ৬ মার্চ নবাবগঞ্জের কলাকোপা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র ভিটিসি ও ১৭ আনসার ব্যাটালিয়ন পরিদর্শন করেন।মহাপরিচালক ১৭ আনসার ব্যাটালিয়নে পৌঁছালে আনসার ব্যাটালিয়ন কর্তৃক তাঁকে ফুলেল শুভেচছা ও গার্ড সালাম প্রদান করা হয়।পরে ভিটিসির বঙ্গবন্ধু কর্ণারে ভিটিসি কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়ক মহাপরিচালক কে প্রশিক্ষণ কেন্দ্র ও ব্যাটালিয়নের সামগ্রিক কর্মকান্ড সম্পর্কে ব্রিফিং প্রদান করেন।ব্রিফিং শেষে মহাপরিচালক ভিটিসি ও ব্যাটালিয়নের সকল স্হাপনা ঘুরে দেখেন।পরে আনসার ব্যাটালিয়নের দরবার কক্ষে মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয়।দরবারে মহাপরিচালক ব্যাটালিয়ন সদস্যদের উদ্দেশ্যে বাহিনী সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।তিনি আনসার বাহিনীর প্রতি বঙ্গবন্ধুর অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন স্মরণ করেন।তিনি ব্যাটালিয়ন সদস্যদের করনীয় ও তাদের প্রতি সাংগঠনিক বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।দরবার শেষে মহাপরিচালক ব্যাটালিয়ন মাঠ চত্ত্বরে একটি আম গাছের চারা রোপণ করেন।তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করে ব্যাটালিয়ন কর্মকর্তা ও সদস্যদের সাথে ফটোসেশনে অংশ নেয়।ভিটিসি কলাকোপা ও ব্যাটালিয়ন পরিদর্শনকালে উপ-মহাপরিচালক প্রশাসন,ঢাকা রেঞ্জ কমান্ডার,পরিচালক অঙীভূত,পরিচালক ভিডিপি প্রশিক্ষণ,১৭-আনসার ব্যাটালিয়নের অধিনায়ক,ভিটিসি কমান্ড্যান্ট ও ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।