বিএমটিভি নিউজ ডেস্কঃ স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়রকে বয়কট সংক্রান্ত কেন্দুয়া প্রেসক্লাবের রেজুলেশনের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এলাকায় সাংবাদিক ও জনপ্রতিধিদের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে শুক্রবার কেন্দুয়া প্রেসক্লাবের দরজায় ৪টি তালা লাগিয়ে দেয়া হয়েছে। ৬ এপ্রিল রাতে কে বা কারা এই তালা লাগিয়েছে। এ ব্যাপারে প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব জানান, ‘তিনি ও অন্য সদস্যরা ক্লাবের কাজকর্ম শেষ করে ৬ এপ্রিল রাত ১১টার দিকে ক্লাবে তালা দিয়ে বাসায় চলে যাই। শুক্রবার সকালে ক্লাবের পিয়ন মোঃ গোলাপ মিয়া ক্লাবে এসে দেখে ক্লাবের দুটি দরজায় চারটি তালা লাগানো। তা দেখে ফোন করে আমাকে জানালে এর ঘটনার সত্যতা পাই। পরে দুপুরে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) নং ২৯৪ তারিখ ০৭-০৪-২০২৩ রুজু করা হয়েছে।’
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব আরো জানান, শুক্রবার ৭ এপ্রিল বিকেল ৩টায় প্রেসক্লাবের সভায় মুক্ত আলোচনা হওয়ার কথা ছিল। এই সভায় পূর্বে মেলা ভাংচুরের সাথে যেহেতু স্থানীয় সংসদ সদস্য অসিম কুমার উকিল সরাসরি জড়িত নন, তাই সে ব্যাপারে আমাদের মধ্যে নানা আলোচনা হয়েছে।
অসিম কুমার উকিল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সত্তে¡ও মেলা ভাংচুরের পর তিনি আমাদের কোনো খোজ-খবর নেননি। তাই ক্লাব সদস্যদের মাঝে এ নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দেয়।
আজকে ( শুক্রবার) ক্লাবের সভায় আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু ক্লাবে তালা দেয়ায় তা সম্ভব হয়নি। এ ছাড়াও হামদ-না’ত এবংক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য আলোচনা হওয়ার ছিল।