বগুড়ায় গাক আয়োজনে রেলওয়ে মার্কেটে অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভা 

বগুড়ায় গাক আয়োজনে রেলওয়ে মার্কেটে অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভা 

April 10, 2023 62 Views

আঃ খালেক পিভিএম,পাবনা।।  সাম্প্রতিক সময়ে সারাদেশ ব্যাপী চলমান অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বের চেয়ে অনেকগুন বৃদ্ধি পেয়েছে।এসময় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে হাজার হাজর লোকের ক্ষয়ক্ষতি,বহুপ্রাণহানীর পাশাপাশি প্রায় প্রতি দিনই দেশের কোথাও না কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।এ অপ্রত্যাশিত অগ্নিকান্ডের ফলে দেশের অসংখ্য মানুষের বাসস্থান,ব্যবসা,বানিজ্য কেন্দ্র এমনকি নিজ,নিজ কর্মক্ষেত্র হারিয়ে নিঃস্ব হয়ে পরছে।এসব অগ্নিকাণ্ডের মোকাবিলা ও অগ্নিকাণ্ডের সময় আমাদের তাৎক্ষণিক করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক বাস্তবায়িত পেইস প্রকল্পের“কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় ০৯ এপ্রিল বগুড়ার রেলওয়ে মার্কেটে অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কৃষি যন্ত্রপাতি উৎপাদনে দক্ষিণ এশিয়ার বৃহৎ হাব হিসাবে পরিচিত বগুড়া জেলা আর রেলওয়ে মার্কেট লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে দেশের একটি বৃহৎ বাজার।এখানে ৫-শতাধিক ছোট বড় ক্ষুদ্র উদ্যোগে প্রায় ২-৩ হাজার শ্রমিক নিয়োজিত আছেন।যাদের অধিকাংশই ঝুকিপূর্ণ পরিবেশে কৃষি যন্ত্রপাতি উৎপাদন ও মেরামত কাজে জড়িত আছেন।মূলত মার্কেটের মালিক, শ্রমিক,কর্মচারীদের কর্মক্ষেত্রে অগ্নি ঝুঁকি হ্রাস কল্পে গ্রাম উন্নয়ন কর্ম গাক এর পক্ষ হতে এধরণের আয়োজন করা হয়েছে ও আগামীতেও এমন আয়োজন চলমান থাকবে বলে জানা যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য দেন গাক এর পরামর্শক মোঃ মোবারক হোসেন তালুকদার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাক সমন্বয়কারী ডকুমেন্টেশন এন্ড কমিউনিকেশন অফিসার মোঃ জিয়া উদ্দিন সরদার।আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাক এর এসইপি প্রকল্পের,প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম। অগ্নি নির্বাপক মহড়া পরিচালনা করেন বগুড়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আব্দুল হালিম ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউক ইন্সপেক্টর পুলক কুমার গোস্বামী।মহড়া শেষে রেলওয়ে মার্কেটে কর্মরত লাইট ইঞ্জিনিয়ারিং শ্রমিক কর্মী ও দোকান মালিকদের নিয়ে অগ্নি ঝুঁকি হ্রাস কল্পে সচেতনতা মূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সচেতনতা মূলক মহড়া ও আলোচনা সভায় গাক ও ফায়ার সার্ভিসের মোঃ মোবারক হোসেন তালুকদার,মোঃ জিয়া উদ্দিন সরদার ও আব্দুল হালিম প্রমুখ আলোচনা সভায় অংশ নেয়।এ সময় উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা,মার্কেটের মালিক,শ্রমিক ও সাধারণ মানুষ,এলাকার নানা শ্রেণি পেশার প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক