গ্রামাউস আয়োজনে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান 

image

You must need to login..!

Description

আঃ খালেক পিভিএম,পাবনা।   স্থানীয় এনজিও গ্রামাউস এর শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।গ্রামাউস এনজিও সৃষ্টির শুরু থেকেই দরিদ্র ভূমিহীন,ক্ষুদ্র কৃষক,মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে সহযোগিতা  করে যাচ্ছে।এই ধারাবাহিকতায় গ্রামাউসের সংগঠিত দরিদ্র উপকারভোগী সদস্য, এলাকাবাসী,আদিবাসী,বিভিন্ন নৃ-গোষ্টির সন্তানেরা অর্থ সংকটে যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না পাশাপাশি পড়ালেখা বন্ধ না হয়ে যায় সেই লক্ষ্য নিয়ে গ্রামাউস ২০১৬ সাল থেকে শিক্ষাবৃত্তি নামক কার্যক্রমটি চালু করেছে।

গ্রামাউস শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় ১১ এপ্রিল  পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর অর্থায়নে গ্রামাউস কর্তৃক পরিচালিত গ্রামাউস শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় ২০২০ ও ২০২১ সালে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মোট ১৩ জন শিক্ষার্থীদের প্রত্যেকে ১২০০০/-  টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রামাউস এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল খালেক বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন এবং  ১৩ জন শিক্ষার্থীর মধ্যে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার চেক বিতরণ করেন।চেক বিতরণ অনুষ্ঠানে গ্রামাউস এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল খালেক জানান ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯০ জন শিক্ষার্থীর মধ্যে বিশ লক্ষ চার হাজার টাকা গ্রামাউস শিক্ষাবৃত্তি প্রদান করেছে।তিনি বলেন ভবিষ্যতে এ কার্যক্রম চলমান থাকবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে গ্রামাউস এর উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ,সিনিয়র হিসাব রক্ষক মোঃ অমিত হাসান ও সিনিয়র পাবলিকেশন আই.টি অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে গ্রামাউস এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা,নানা শ্রেণি পেশার প্রতিনিধি,এনজিও কর্মী,উপকারভোগী সদস্য,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাধারণ জনতা,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার