বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসে উপপ্রধান তথ্য অফিসার হিসেবে মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান যোগদান করেছেন। তিনি এর পূর্বে তথ্য অধিদফতরে প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
উপপ্রধান তথ্য অফিসার ওমর ফারুক দেওয়ান কর্মজীবনে কিশোরগঞ্জ জেলা তথ্য অফিসার ও চট্টগ্রামে উপপ্রধান তথ্য অফিসার হিসেবে কাজ করেছেন।
তিনি শিক্ষা মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তিনটি প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নিজ জেলা চাঁদপুর।