ঢাকায় জয়িতা ফাউন্ডেশনের নারী বিপণন কর্মসূচীতে যুক্ত হলো আনসার-ভিডিপি

ঢাকায় জয়িতা ফাউন্ডেশনের নারী বিপণন কর্মসূচীতে যুক্ত হলো আনসার-ভিডিপি

April 15, 2023 82 Views

আঃ খালেক পিভিএম,পাবনা।।   ঢাকার ধানমন্ডির রাপা প্লাজায় অবস্থিত জয়িতা আনসার-ভিডিপি বিপণন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আনসার ভিডিপি লেডিস ক্লাবের সভানেত্রী ও জয়িতা আনসার ভিডিপি বিপণন উদ্যোগের প্রধান উপদেষ্টা মিসেস শিমুল আমিন।প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য ও বিপণন কেন্দ্রটি উদ্বোধনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি’র ঢাকা রেঞ্জের,রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক ফাতেমা সুলতানা, সাধারণ সম্পাদিকা মিসেস খুরশিদা ইসলাম,বাহিনীর ঢাকা রেঞ্জ পরিচালক মোঃ রফিকুল ইসলাম ও বাহিনীর অন্য কর্মকর্তাবৃন্দ।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি জয়িতা ফাউন্ডেশন থেকে ঢাকা শহরের ধানমন্ডি এলাকায় অবস্থিত রাপা প্লাজায় একটি বিপণন কেন্দ্রের বরাদ্দ লাভ করে।এ বিপণন কেন্দ্রের মাধ্যমে বাহিনীর নারী উদ্যোক্তাগণ হস্ত ও কুটির শিল্পে তৈরী গৃহসজ্জার পোশাক সামগ্রী বিপণনে সুযোগ লাভ করলো।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ দেশের একটি বিশাল গনবাহিনী।যার মোউ সদস্য সংখ্যা মোট প্রায় ৬১ লক্ষাধীক।এদের অর্ধেকই নারী।বাহিনীর প্রায় ৩০ লক্ষ নারী সদস্য দেশের প্রান্তিক জনগোষ্ঠির অন্তর্ভূক্ত।তারা বিভিন্ন সময়ে এ বাহিনীর নানামুখী পেশা ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করে নানা রকমের পোশাক ও গৃহসজ্জার সামগ্রী সালোয়ার,কামিজ, শিশুদের পোশাক,পাঞ্জাবী,নকশী কাঁথা,বিছানার চাদর,শতরঞ্জিসহ নানা ধরণের শো-পিস তৈরী করে থাকেন।জয়িতা আনসার ভিডিপি উদ্যোগের মাধ্যমে বাহিনীর এ সকল সদস্যা জয়িতা ফাউন্ডেশনের নারী বান্ধব বিপণন কর্মসূচীতে যুক্ত হলো।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ প্রান্তিক নারী সমাজকে উপার্জনমূখী করে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করবে।এ জয়িতা আনসার ভিডিপি বিপণন কর্মসূচীটি পরিচালিত হবে আনসার ভিডিপি ঢাকা রেঞ্জের তত্ত্বাবধানে।এ সময় অন্যদের মধ্যে সংগঠনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা,সদস্য,সদস্যা,নানা শ্রেণি পেশার মানুষ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক