You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ আজ বুধবার আন্তজার্তিক শব্দ সচেতনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সকাল সােড় ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন, পৌণে ১১টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত র্যালি এবং সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপত্বিত্ব করেন মো: মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন (যুগ্মসচিব), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), ময়নসিংহ। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন দিলরুবা আহমেদ, পরিচালক (উপসচিব), পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন, প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ। এছাড়াও সরকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, মটরযান মালিক সমিতির নেতৃবৃন্দ, মটর শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিননিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
২৬ এপ্রিল ২০২৩ আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার সদর উপজেলার ময়নার মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল পরিচালনাকালে হাইড্রোলিক হর্ন ব্যবহার করে নির্ধারিত মানমাত্রার অধিক তীব্রতার শব্দউৎপন্ন করার অপরাধে০৪টি যানবাহনকে ০৪ টি মামলায় মোট ৯,০০০/= টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এ সময় বাস ও ট্রাকে শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত ষ্টিকার সেটে দেয়া হয়, চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারের ক্ষতিকর দিক অবহিত করে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশঅধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আলমগীর হোসেন ও পেশকার হিসেবে মো: রফিকুল ইসলাম, উচ্চমানসহকারী, ময়মনসিংহ জেলা কার্যালয় দায়িত্ব পালন করেন।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) দিলরুবা আহমেদ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির।