পিরোজপুরে আনসার ভিডিপি সদস্যদের পেশা ভিত্তিক প্রশিক্ষণ শুরু

পিরোজপুরে আনসার ভিডিপি সদস্যদের পেশা ভিত্তিক প্রশিক্ষণ শুরু

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কর্তৃক আয়োজিত পিরোজপুর জেলা আনসার ভিডিপি কার্যালয়ে বরিশাল বিভাগের আনসার ভিডিপি সদস্যদের মধ্যে সেলাই,ফ্যাশন ডিজাইন ও নকশি কাঁথা প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।৬০ দিনব্যাপী এ প্রশিক্ষণে বরিশাল বিভাগের ৬ জেলার ৩০ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ গ্রহণ করে।পিরোজপুর জেলা আনসার ভিডিপি কার্যালয়ে ২৭ এপ্রিল অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রশিক্ষণের গুরুত্ব ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পিরোজপুর আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ আলমগীর হোসেন সরদার।তিনি জানান,সংগঠনে প্রথমবারের মতো পিরোজপুর জেলায় একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।এ প্রশিক্ষণ কেন্দ্রের শুরুতেই বরিশাল বিভাগের ৬টি জেলা থেকে ৩০ জন আনসার ভিডিপি সদস্যদের নিয়ে ৬০ দিনব্যাপী সেলাই,ফ্যাশন ডিজাইন ও অতিরিক্ত হিসাবে নকশি কাঁথা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

পরবর্তীতে এই কেন্দ্রের মাধ্যমে এ অঞ্চলের আনসার ভিডিপি সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন ও কম্পিউটারসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।এর ফলে এ অঞ্চলের ভিডিপি সদস্যরা যাতে করে স্বনির্ভর হতে পারে।সদস্যদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তার ব্যবস্থা করা হবে।প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচি ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের,রেঞ্জ পরিচালক মোঃ আশরাফুল আলম বিএমএস।প্রধান অতিথি উপস্থিত প্রশিক্ষণার্থী সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।তিনি প্রশিক্ষণলব্দ ঞ্জান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বি করে গড়ে তোলার জন্য সদস্যদের প্রতি আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদপর মধ্যে বক্তব্য দেন পিরোজপুর আনসার ভিডিপি’র কমান্ড্যান্ট মোঃ আলমগীর হোসেন সরদার, সার্কেল অ্যাডজুন্ট্যান্ট মোঃ শফিকুল ইসলাম ও নেছারাবাদ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান প্রমুখ।এ সময় আনসার ভিডিপি’র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা,টি আই পুরুষ,মহিলা,ইউনিয়ন দলনেতা, দলনেত্রী,প্রশিক্ষণার্থী সদস্য,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।