শরীয়তপুরে আনসার ভিডিপি সদস্যদের পেশা ভিত্তিক প্রশিক্ষণ উদ্বোধন

শরীয়তপুরে আনসার ভিডিপি সদস্যদের পেশা ভিত্তিক প্রশিক্ষণ উদ্বোধন

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা আনসার ভিডিপি কার্যালয় কর্তৃক আয়োজিত শরীয়তপুর জেলার আনসার ভিডিপি’র ৩০ জন প্রশিক্ষণার্থী সদস্যদের ৬০দিন মেয়াদি সেলাই,ফ্যাশন ডিজাইন ও অতিরিক্ত নকশি কাঁথা তৈরি প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ২৭ এপ্রিল জেলা কাযালয়ে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক প্রশাসন কর্নেল মোঃ নাজিমউদ্দীন।তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রশিক্ষণের গুরুত্ব ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।তিনি প্রশিক্ষণরত সদস্যদের প্রশিক্ষণ লব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক প্রকল্প-প্রশিক্ষণ,শরীয়তপুর জেলার সদ্য বদলীকৃত জেলা কমান্ড্যান্ট, উপপরিচালক প্রকল্প প্রশিক্ষণ, শরীয়তপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার প্রমুখ।
অনুষ্ঠানে উপমহাপরিচালক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ও বেলুন উড়িয়ে প্রশিক্ষণের শুভ উদ্ভোধন করেন।
উল্লেখ্য সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী প্রশিক্ষণার্থী আনসার ভিডিপি সদস্যরা একটি করে সেলাই মেশিন প্রাপ্ত হবেন।যাতে তারা এ প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।এ সময় সংগঠনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা,উপজেলা আনসার ভিডিপি অফিসার,উপজেলা প্রশিক্ষক,পুরুষ,মহিলা,ইউনিয়ন দলপতি দলনেত্রী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।