পাবনায় দুবলিয়া ফজিলাতুন্নেছানেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

পাবনায় দুবলিয়া ফজিলাতুন্নেছানেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

April 30, 2023 73 Views

পাবনা প্রতিনিধিঃ  পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম পরিচিত সভা ৩০ এপ্রিল বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।ফজিলাতুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাঃ সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন দুবলিয়ার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খানের পরিচলনায় সভায় শুরুতে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।নবগঠিত কমিটির পরিচয় পর্ব শেষে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।সভায় বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।ম্যানেজিং কমিটির প্রথম সভা শেষে এলাকার সবস্তরের মানুষের সাথে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সমাধানের নানা দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করণ ও বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে নতুন রাস্তা বের করা নিয়ে আলোচনা করা হয়।আলোচনায় প্রধান অতিথি অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস নতুন শিক্ষা কারিকুলাম ও শিক্ষার মানোন্নয়ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।তিনি বলেন এলাকায় নারী শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে এ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।তিনি আরো বলেন কারিগরী শিক্ষার চাহিদা থাকায় এ প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা সংযোজন করা হয়েছে। আলোচনায় নবগঠিত কমিটির সভাপতি ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাঃ সিদ্দিকুর রহমান খান তার পক্ষ থেকে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও তার সহযোগিতার আশ্বাস দেন।তিনি বলেন আগামীতে সবাই মিলে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃদ্ধির পাশাপাশি বিদ্যালয়পর অবকাঠামো নির্মাণ করা হবে।তিনি আরো বলেন শীঘ্রই বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ শুরু করা হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান,চরতারাপুর ইউনিয়নের মেম্মার মোঃ মোস্তফা আলী খান ও মোঃ রতন খান প্রমুখ।পরে এ উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক ও এলাকায় নারী শিক্ষা সম্প্রসারন নিয়ে আলোচনা করা করা হয়।আলোচনার শুরুতে প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান তাঁর পক্ষ থেকে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে শিক্ষকদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকদের সাথে নিয়মিত আলোচনা ও মতবিনিময় সভা করার জন্য শিক্ষকদের পরামর্শ দেন।তিনি বলেন অভিভাবকদের সাথে নিয়মিত আলোচনা ও মতবিনিময় সভা করলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত হবে ও শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পাবে।আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোঃ শফিউল আলম।আলোচনা বিদ্যালয়ের নবগঠিত কমিটির অভিভাবক সদস্য মোঃ শামসুর রহমান,শফিকুল ইসলাম,সোবাহান প্রাং,রজব আলী খান ও হালিমা খাতুন,শিক্ষকদের মধ্যে ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মীর্জা বখতিয়ার উদ্দিন,মোঃ রফিকুল ইসলাম,আলমগীর হোসেন,রত্নারানী অধিকারী,শাহানাজ পারভিন, শিক্ষক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক,টিএমএসএস ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক পিভিএম প্রমুখ উপস্থিত ছিলেন।পরে অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, মুহাঃ সিদ্দিকুর রহমান খান ও প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষকদের সাথেও আলোচনা করেন।এ সময় কারিগরি শাখার শিক্ষক অজিত কুমার,মোঃ সাব্বির রহমান ও মোঃ ফজলুল হক বিশ্বাসসহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন।অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস দীর্ঘ দিন পরে বিদ্যালয়ে উপস্থিত হওয়ায় তাঁকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু ও অন্যান্য শিক্ষকবৃন্দ।এ সময় এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা জয় মাহমুদ জিয়া,নানা শ্রেণির মানুষ,বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক