বগুড়ায় গাক চক্ষু হাসপাতাল পরিদর্শন করলেন পিকেএসএফের সভাপতি ড.কাজী খলীকুজ্জমান আহমদ

image

You must need to login..!

Description

আঃ খালেক খান পিভিএম,পাবনা
বগুড়ার কৃতি সন্তান ড.খন্দকার আলমগীর হোসেন প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক এর আওতাধীন পরিচালিত বগুড়ার বনানীস্থ গাক চক্ষু হাসপাতাল ২মে পরিদর্শন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সভাপতি ও দেশ বরেণ্য অর্থনীতিবিদ ড.কাজী খলীকুজ্জমান আহমদ।তিনি গাক চক্ষু হাসপাতালে পৌঁছালে তাঁকে গাক সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান গকের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড.খন্দকার আলমগীর হোসেন।ড.কাজী খলীকুজ্জমান আহমদ গাক চক্ষু হাসপাতাল পরিদর্শন করে নিজেও চক্ষু সেবা গ্রহণ করেন।তাঁর সফরসংগী হিসাবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী অধ্যাপক ড.জাহেদা আহমদ ও পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক-২ ড.মোঃ জসীম উদ্দিন প্রমুখ।গাক চক্ষু হাসপাতাল পরিদর্শণ কালে তিনি নিজে চক্ষু সেবা গ্রহণ করে তাদের সামগ্রিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম দেখে গাক সংস্থা ও হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।পরে তিনি গাক কর্মকর্তা ও গাক চক্ষু হাসপাতালের কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন।মতবিনিময়ে গাক কর্মকর্তা ও চক্ষু হাসপাতালের কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ড.কাজী খলীকুজ্জমান আহমদ।আলোচনায় গাকের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড.খন্দকার আলমগীর হোসেন উপস্থিত সকল কে শুভেচ্ছা ও শুভকামনা জানান।পিকেএসএফের সভাপতি গাক চক্ষু হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান ড.খন্দকার আলমগীর হোসেন।এ চক্ষু হাসপাতাল পরিদর্শণকালে উপস্থিত ছিলেন গাক এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন ও সংস্থার বিভিন্ন উপদেষ্টা,পরিচালকমন্ডলী,বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ আরমান হোসেন প্রমুখ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার