ঠাকুরগাঁও আনসার ব্যাটালিয়ানের আদেশ ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

ঠাকুরগাঁও আনসার ব্যাটালিয়ানের আদেশ ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

May 4, 2023 80 Views

আঃ খালেক পিভিএম,পাবনা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঠাকুরগাঁও-১ আনসার ব্যাটালিয়ানের আয়োজনে সরকারের রূপকল্প ২০৪১ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ২মে তিন কর্মদিবস ব্যাপী “আদেশ ও নেতৃত্ব”বিষয়ক প্রশিক্ষণের  শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও-১ আনসার ব্যাটালিয়ানের পরিচালক ড.লুৎফর রহমান বিভিএমএস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের,রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস।প্রধান অতিথির বক্তব্যে দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর গতিশীল সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে।এ দেশের সকল সেক্টরের দৃশ্যমান উন্নয়ন যা সারা বিশ্বের রোল মডেল হিসেবে মাথা উচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।আদেশ ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণের সারমর্ম বুঝাতে গিয়ে প্রধান অতিথি বলেন,স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে স্বল্প সময়ের মধ্যে বিশ্বের মানচিত্রে অভ্যূদয় ঘটে লাল-সবুজের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামের এ দেশের।
প্রশিক্ষণের উদ্বোধন শেষে প্রধান অতিথি ঠাকুরগাঁও ১ আনসার ব্যাটালিয়নে নব নির্মিত লো-কস্ট ফ্যামিলি কোয়ার্টার এর চাবি হস্তান্তর করেন।প্রশিক্ষণ কমশালা অনুষ্ঠানে পিসি,এপিসি, হাবিলদার ও নায়েক পদবীর মোট ৫০ জন ব্যাটালিয়ন আনসারকে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালকের অনুপ্রেরণায় কোন আর্থিক বরাদ্দ ব্যাতিরেকে এ ব্যাটালিয়নের নিজস্ব উদ্দোগে এমন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।
ব্যাটালিয়ানের নেতৃস্থানীয় সৈনিকদের মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশ সাধন,তাদের যোগ্যতার উন্নয়ন, পেশাগত দক্ষতার উন্নয়নের পাশাপাশি অপরাধমুক্ত স্বপ্নের সোনার  বাংলাদেশ গড়ার উপযোগী দৃঢ় অঙ্গিকারে অঙ্গিকারাবদ্ধ উন্নত চেতনার ও দক্ষতার সৈনিক তৈরী  করাই এ প্রশিক্ষণের উদ্দেশ্য।তিনি আরও বলেন, প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তবে সৈনিক জীবনে কাজে লাগিয়ে নিজ নিজ অবস্থান ও পেশার উন্নয়ন ঘটানোর চেষ্টা করতে হবে।

সাম্প্রতিক