গফরগাঁওয়ে মাদক বিক্রেতা, সাজাপ্রাপ্ত ও জুয়াড়ীসহ গ্রেফতার-১৮

গফরগাঁওয়ে মাদক বিক্রেতা, সাজাপ্রাপ্ত ও জুয়াড়ীসহ গ্রেফতার-১৮

BMTV Desk No Comments

গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ গত বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ও উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে মাদক বিক্রেতা, সাজাপ্রাপ্ত ও জুয়াড়ীসহ ১৮ জনকে গ্রেফতার করেছে।

গফরগাঁও থানার ওসি  ফারুক আহমেদ জানান, ঘটনায় দিন রাতে মাদক মামলায় উপজেলার রাওনা গ্রামের গেজেন্দ্র মনি ঋষির ছেলে কৃষ্ণ মনি ঋষিকে (৩০) বাড়িতে অভিযান চালিয়ে আটক করে। এসময় তার বাড়ি থেকে দেশীয় তৈরী চোলাই মদ তৈরীর উপকরণ (ওয়াশ) ২৫ লিটার উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অপরদিকে ১ বছরের সাজাপ্রাপ্ত জিআর ওয়ারেন্টভুক্ত ৩ আসামি জন্মেজয় গ্রামের মোঃ খলিলের মেয়ে মোছাঃ খালেদা খাতুন, আবুল হোসেনের ছেলে মোঃ খলিল ও মোঃ খলিলের স্ত্রী মোছাঃ সাহিদা খাতুন ওরফে শান্তিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। এছাড়াও জুয়া আইনে ৮ জুয়াড়ী যথাক্রমে চরআলগী টেকির চর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মোঃ কামাল হোসেন (৫০), মৃত-আশ্রব আলীর ছেলে আবুল হোসেন (৫৫), মৃত-আঃ জব্বারের ছেলে কাজল মিয়া (৪০), মৃত-আঃ ছালামের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৫৫), চরমছলন্দ ভোরাখালী গ্রামের মাতাব উদ্দিনের ছেলে মনির (২২), মৃত হাসেমের ছেলে মোঃ কাজীম উদ্দিন (৫০), নুরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৪০), মৃত-জামাল উদ্দিনের ছেলে স্বপন মিয়া (৪২) কে গ্রেফতার করেছে। পুলিশ আইনের ৬ আসামী সান্দিয়াইন গ্রামের মোঃ মঞ্জুরুল হকের ছেলে মোঃ নুর আহম্মদ (২৩), বখুরা গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ তানভীর হাসান তামিম (২০), ভালুকায় ধীতপুর শান্তিগঞ্জ গ্রামের মৃত-হাসেন আলীর ছেলে মোঃ রাশিদ মিয়া (৪২), চরমছলন্দ মাইজপাড়া গ্রামের মৃত-রসুল মিয়ার ছেলে মোঃ আজিজুল মিয়া (৩০), চরমছলন্দ বাঙ্গালী বাড়ি গ্রামের মৃত-দুলাল উদ্দিনের ছেলে মোঃ আনসারুল মিয়া (২০), চর জন্মেজয় গ্রামের মৃত-আবুল কাশেমের ছেলে মোঃ পাপেল মিয়া (২৫) কে গ্রেফতার করেছে। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, গ্রেফতারকৃত ১৮ জন আসামীকে ধৃত করিয়া গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।