পাবনার সাদুল্লাপুর বেলতলার মহাশ্মশানে বাউন্ডারি ও গেট নির্মান কাজের উদ্বোধন

image

You must need to login..!

Description

আঃ খালেক পিভিএম,পাবনা।
পাবনা সদর উপজেলার সাদুল্লাপুরের ঐতিহাসিক বেলতলার মহাশ্মশানের বাউন্ডারি প্রাচীর ও গেট নির্মান কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান ৫ এপ্রিল সাদুল্লাপুরের বেলতলায় অনুষ্ঠিত হয়।দুবলিয়া বাজার সমিতির সভাপতি ডাঃ বৃন্দাবন মৈত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গেট নির্মান কাজের উদ্বোধন করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনার কৃতি সন্তান বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী আমাদের সর্ব শ্রদ্ধাভাজন শ‍্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশ কুমার ঘোষ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা শহরের বিশিষ্ট শিল্পপতি ঐতিহ্যবাহী লক্ষী মিষ্টান্ন ভান্ডারের কর্নধার শ্রী বাদল চন্দ্র ও দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শ্রী কোমল চন্দ্র দাস প্রমুখ।প্রধান অতিথি রমেশ কুমার ঘোষ বলেন,তার প্রিয় জন্মভূমির বহু স্মৃতির মধ্যে সাদুল্লাপুরের ঐতিহাসিক বেলতলার মহাশয় উল্লেখ যোগ্য।তিনি বলেন তারা ছোট বেলায় এ বেলতলায় পূজা অর্চনা সহ নানা ধর্মীয় কাজ সম্পন্ন করার পাশাপাশি বর্তমান তা অব্যহত রয়েছে।এ সময় দুবলিয়া বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী শ্রী অখিল চন্দ্র দাস,ইটালি প্রবাসী শ্রী নব কুমার ঘোষ,বিশিষ্ট সমাজ সেবক দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের বিদ্যোতসাহী মোঃ বাবুল বিশ্বাস,সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মন্টু বিশ্বাস,মোঃ ঝন্টু বিশ্বাস ও শ্রী মতিলাল মৈত্র,হিন্দু সমাজের সদস্য সহ এলাকার বহুগন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ,নানা শ্রেণি পেশার মানুষ,এলাকার সাধারণ মানুষ,জনপ্রতিনিধি,সমাজ সেবক,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।এলাকার সকলের সাথে একটি সুন্দর সময় অতিবাহিত করতে পেরে প্রধান অতিথি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার