আনসার ভিডিপি’র মহাপরিচালক খুলনা রেঞ্জ ও ইউনিট পরিদর্শন করলেন

image

You must need to login..!

Description

আঃ খালেক পিভিএম,পাবনা।   বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি, পিএইচডি ৭মে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জ কার্যালয় ও রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। মহাপরিচালক সকাল ১১টায় খুলনা রেঞ্জ কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা রেঞ্জের,রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক শাহ আহম্মদ ফজলে রাব্বি।পরে তাঁকে রেঞ্জ কর্তৃক গার্ড সালাম প্রদান করা হয়।পরিদর্শন পরবর্তীতে রেঞ্জের কনফারেন্স হল রুমে মহাপরিচালকে খুলনা রেঞ্জ ও খুলনা জেলা আনসার ভিডিপি কার্যালয়ের ব্রিফিং প্রদান করা হয়।ব্রিফিং শেষে মহাপরিচালক রেঞ্জ ও জেলা কার্যালয়ের বিভিন্ন স্হাপনা পরিদর্শন করেন ও পরিদর্শন বইতে স্বাক্ষরের মধ্য দিয়ে দিনের প্রথম পর্বের পরিদর্শনের সমাপ্তি হয়।পরে মহাপরিচালক খুলনা রেঞ্জ কার্যালয় পরিদর্শন শেষে ইলাহীপুর রুপসায় অবস্থিত ৩-আনসার ব্যাটালিয়নে উপস্থিত হলে তাঁকে ব্যাটালিয়ন কর্তৃক গার্ড সালাম প্রদান করা হয়।ব্যাটালিয়ানে দরবার শেষে ব্যাটালিয়নের অস্ত্রাগার,মুজিব কর্ণারসহ বিভিন্ন স্হাপনা পরিদর্শন করেন।দরবারে মহাপরিচালক ব্যাটালিয়নের সৈনিকদের আভিযানিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।উল্লেখ্য মহাপরিচালক মহোদয় খুলনা রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শনের জন্য ৬-মে যশোর আনসার ভিডিপি কার্যালয়ে পৌঁছান।মহাপরিচালক ৬-মে যশোর আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর খুলনা রেঞ্জ পরিদর্শনের কার্যক্রম শুরু হয়।এ সময় তাঁর সাথে আনসার ভিডিপি’র খুলনা রেঞ্জের,রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক শাহ আহম্মদ ফজলে রাব্বি খুলনা রেঞ্জের ব্যাটালিয়ন অধিনায়ক,জেলা কমান্ড্যান্টসহ উপ-পরিচালক প্রশাসন,উপ-পরিচালক অপারেশন উপস্থিত ছিলেন।