আনসার ভিডিপি’র রংপুর রেঞ্জের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অভিযোগ প্রতিকার ব্যবস্থা শীর্ষক কর্মশালা 

আনসার ভিডিপি’র রংপুর রেঞ্জের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অভিযোগ প্রতিকার ব্যবস্থা শীর্ষক কর্মশালা 

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা।  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পর্কিত অভিযোগের প্রতিকার ব্যবস্থা শীর্ষক সারাদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠান ৭ এপ্রিল অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।অনলাইন কর্মশালা অনুষ্ঠানে আনসার ভিডিপি’র রংপুর রেঞ্জের ৮টি জেলা ও ৩টি ব্যাটালিয়নের ১ম ও ২য় শ্রেণীর মোট ২৫ জন কর্মকর্তা অংশ গ্রহন করেন।সারাদিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে সংগঠন ও বাষিক কমসম্পাদন চুক্তি সম্পকিত অভিযোগের প্রতিকার ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের,রেঞ্জ কমান্ডার পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম,পিভিএমএস।অনলাইন কর্মশালায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকার সদর দপ্তরের পরিচালক সিএইচটি-অপস সালমা সিদ্দিকা।
প্রধান অতিথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার সহায়তা করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি বলেন জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা,উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য সবাইকে যথাযথ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।অনলাইনে অংশ গ্রহণ কারী কর্মকর্তাদের প্রতি দেশের উপযোগী, যোগ্য,দক্ষ,দায়িত্বশীল,জবাবদিহিমূলক,জনকল্যাণমূলক,উন্নয়নবান্ধব,সৃজনশীল,উদ্ভাবনাময়ী,মিশনারী ও ভিশনারী জনপ্রসাশন গড়ে তোলার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে নিজেদেরকে উন্নয়ন কর্মী হিসাবে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহবান জানান।তিনি সকল কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য পরামর্শ দেন।তিনি আরো বলেন এ বাহিনীর মহাপরিচালকের দেওয়া দিক নির্দেশনা গুলি মেনে চলা ও সে মোতাবেক কাজ করার জন্য সবার প্রতি আহবান জানান। তিনি বলেন তৃণমূলের এ সংগঠনকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।

LATEST POSTS