আঃ খালেক পিভিএম,পাবনা নারী উন্নয়নের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস এর আওতাধীন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার মনোন্নয়ন ও শিক্ষা বিষয়ক কার্যক্রমের গুনগত মান বৃদ্ধি বিষয়ে ভারতীয় হাই কমিশনার কর্মকর্তাদের সাথে ঢাকায় আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।টিএমএসএসের আওতাধীন পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে কারিগরি দিক ও শিক্ষার নানা বিষয় গুলি উন্নয়নের লক্ষ্যে ভারতীয় প্রতিষ্ঠানের সহিত প্রযুক্তি বিনিময় তথা শিক্ষার মানোন্নয়নে আলোচনা করা হয়।টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে ঢাকায় ভারতীয় হাই কমিশনারের দ্বিতীয় সচিব রাজিন্দর সিং,এডুকেশন এটাচি জয়ান্ত বজশী ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডঃ হোসনে আরা বেগম প্রমুখ অংশ নেয়।টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম শিক্ষা মানোন্নয়ন বিষয়ক আলোচনায় অংশ নেওয়ার জন্য ভারতীয় হাই কমিশনার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।আলোচনায় অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বলেন,টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে দেশের বিভিন্ন এলাকায় বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে।এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সারা দেশের দরিদ্র মানুষের মধ্যে শিক্ষা সম্প্রসারিত হচ্ছে।তিনি বলেন,টিএমএসএসের অনেক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।এ সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের কারিগরি সেক্টরে দক্ষতা সম্পন্ন জনবল গড়ে উঠছে।টিএমএসএসের এমন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় ভারতীয় হাই কমিশনার কর্মকর্তারা অধ্যাপিকা ড.হোসেনে-আরা বেগম ও টিএমএসএসের প্রতি ধন্যবাদ জানান।এ সময় টিএমএসএস নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।