আঃ খালেক খান পিভিএম,পাবনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি, পিএইচডি ১০মে সিলেটে ব্যাটালিয়ন আনসারের হাবিলদার,নায়েক ও ল্যান্স নায়েক পদবির র্যাঙ্ক ব্যাজ বাহুর পরিবর্তে কাঁধে পরিধান করান।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যাজ পরিধান করান ও ব্যাটালিয়ান আনসারদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। মহাপরিচালক অন্যান্য বাহিনীর সদস্যদের মত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যেদের কাঁধে র্যাংক ব্যাচ পরিধানের বিষয়টি সম্মানজনক ও মর্যাদার বিষয় হিসাবে উল্লেখ করেন।তিনি একইসাথে উপ-মহাপরিচালক প্রশাসন,পরিচালক প্রশাসন,উপ-পরিচালক রেকর্ড ব্যাটালিয়নসহ এ কাজের সাথে সম্পৃক্ত কর্মকর্তা ও অন্য সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।মহাপরিচালক মহোদয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসাবে দায়িত্ব নেওয়ার পর সংগঠনের চলমান বিভিন্ন কাজে দ্রুত সময়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শাখাকে তাগিদ দেওয়ায় উক্ত কাজগুলি অতি দ্রুত সম্পন্ন হয়।অনুষ্ঠানে মহাপরিচালক ব্যাটালিয়ন আনসার সদস্যদের বাহু থেকে কাঁধে র্যাংক ব্যাচ পরিয়ে দেন।র্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিঃ জেঃ খোন্দকার ফরিদ হাসান,উপ-মহাপরিচালক প্রশাসন,উপ-মহাপরিচালক অপারেশন,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের,রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী,পরিচালক,উপ পরিচালকগনসহ অন্যান্য কর্মকর্তা,কর্মচারী,ব্যাটালিয়ন আনসার উপস্থিত ছিলেন।এ সময় বিভিন্ন ইউনিট ভার্চ্যুয়াল কানেকশনের মাধ্যমে যোগদান করেন ও একই সাথে ইউনিট প্রধান কর্তৃক ব্যাটালিয়ন আনসারদের কাঁধে র্যাংক ব্যাচ পরিয়ে দেয়া হয়।