আঃ খালেক পিভিএম দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১, নাটোর ডোমেইনের আওতাধীন পরিচালিত পাবনা জোন কর্তৃক আয়োজিত,পাবনা জোনের সকল এরিয়া,শাখা প্রধান ও সকল শাখার মাঠ কর্মীদের ত্রৈমাসিক কর্মী কর্মশালা ১৩মে সাঁথিয়া উপজেলার আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় সংস্থার মাঠ পর্যায়ের কার্য অগ্রগতি বিষয়ের উপর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা পর্যালোচনা অনুষ্ঠিত হয়।টিএমএসএসের পাবনা জোনের,জোন প্রধান মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মী কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যোগ দিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনিবাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান,বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালি অংশ নেয় টিএমএসএসের হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও টিএমএসএসের নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ শাহীন মিয়।প্রধান অতিথি মোঃ সোহরাব আলী খান প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত সকল মাঠ কর্মী ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।তিনি পাবনা জোনের কার্য অগ্রগতি আলোচনা করার পাশাপাশি নতুন,নতুন কর্ম পরিকল্পনা নির্ধারন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি ২০২৩ ও ২০২৪ অর্থ বছরের পরিকল্পনা প্রনয়ণ ও টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।বিশেষ অতিথি মোঃ মাহবুবুর রহমান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।অপর বিশেষ অতিথি নাটোর ডোমেইন প্রধান মোঃ শাহীন মিয়া কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।সারা দিন ব্যাপী কর্মশালায় সংস্থার মাঠ পর্যায়ের নানা কর্মসূচি ও মাঠ কর্মীদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন টিএমএসএসের পাবনা জোন প্রধান মোঃ সাইদুর রহমান।সভায় অন্যদের মধ্যে সহকারী ডোমেইন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক,নাটোর ডোমেইন অফিসের এইচ আর এডমিন অফিসার মোঃ আনোয়ার হোসেন, পুষ্পপাড়া এরিয়া প্রধান মোঃ আব্দুর রাজ্জাক,পাবনা, সুজানগর ও আতাইকুলা অঞ্চল প্রধান,জোনের সকল শাখা প্রধান ও মাঠ কর্মীগন কর্মশালায় অংশ নেয়।পাবনা জোনের ৪টি অঞ্চলের ১৮টি শাখার সকল ফিল্ড সুপার ভাইজার অংশ নেয়।মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন কর্মসূচি চিহ্নিত করে ঋণ বিতরণ ও ঋণের ঝুঁকি মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।ত্রৈমাসিক কর্মশালায় ২০২৩ ও ২০২৪ অর্থ বছরের কর্মসূচির পরিকল্পনা প্রনয়ণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।