আঃ খালেক পিভিএম।
সিলেটে টিএমএসএসের আওতাধীন পরিচালিত বিশম্ভরপুর,জাউয়াবাজার, গোলাপগঞ্জ ও সিলেট অঞ্চলের সমন্বয়ে টিএমএসএসের ত্রৈমাসিক কর্মী কর্মশালা ১২মে অনুষ্ঠিত হয়।সিলেট জোন অফিসের অডিটরিয়াম কক্ষে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ কর্মশালার আয়োজন করা হয়। সিলেট জোনাল অফিসের জোন প্রধান মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সিলেট সদর অঞ্চলের এরিয়া ব্যবস্থাপক মোঃ আব্দুস সালামের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশন মূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন-৭ সিলেট ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক।কর্মশালায় জাউয়াবাজার অঞ্চলের অঞ্চল ব্যবস্থাপক মোঃ মোকলেছুর রহমান,বিশম্ভরপুর অঞ্চলের এরিয়া ব্যবস্থাপক মোঃ সেলিম আহমেদ ফকির ও গোলাপগঞ্জ অঞ্চলের এরিয়া ব্যবস্থাপক সহ সিলেট জোনের ২৩টি শাখার,শাখা ব্যবস্থাপক,শাখার হিসাব কর্মকর্তা,শাখার সকল মাঠ কর্মী উপস্থিত ছিলেন।কর্মশালা চলকালীন সময়ে ভার্চুয়ালি অংশ নিয়ে টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট বিষয়ে বিশদভাবে আলোচনা করেন।তিনি আসন্ন বাজেটের খুঁটিনাটি সব বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেন ও বর্তমানে প্রোগ্রাম যেভাবে চলছে তার ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে কিভাবে আরো অধিকতর ভালো করা যায় সে সম্পর্কেও দিক-নির্দেশনা প্রদান করেন।সেক্টর প্রধান মোঃ সোহরাব আলী খান বলেন, ‘করোনা ও বন্যা পরবর্তী সময়ে নিজেদের নিরাপদ রেখে মাঠের ফ্রন্ট-ফাইটার হিসাবে কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য সত্যিকার অর্থে তিনি অভিভূত হয়েছেন। তিনি আশা করেন পরবর্তী অর্থবছরেও এ ধারা অব্যহত থাকবে ইনশাল্লাহ’।কর্মশালায় আরো ভার্চুয়ালি অংশ নেন হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান। তিনি সারাদেশের সকল ডোমেইন,জোন,অঞ্চল ও শাখার মাইক্রোক্রেডিটের TMSS সাথে সংশ্লিষ্ট স্টাফদের ভূয়সী প্রশংসা করেন।সভার শেষ পর্যায়ে ডিডি বিগত মাসগুলোতে ভাল ওটিআর অর্জনকারী স্টাফদের ইনসেনটিভের আওতায় আনবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে জোন প্রধান উপস্থিত সবার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করেন।