রংপুর আনসার-ভিডিপির “জাতীয় শুদ্ধাচার প্রতিপালন বিষয়ক প্রশিক্ষণ”অনুষ্ঠিত

রংপুর আনসার-ভিডিপির “জাতীয় শুদ্ধাচার প্রতিপালন বিষয়ক প্রশিক্ষণ”অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আঃ খালেক খান পিভিএম।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কর্তৃক আয়োজিত রেঞ্জের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সম্পর্কিত”জাতীয় শুদ্ধাচার কৌশল প্রতিপালন”শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনলাইন ঝুম প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের,রেঞ্জ কনফারেন্স হল রুম থেকে ১৫মে অনুষ্ঠান উদ্বোধন, পরিচালনা ও সমাপনীতে অনুষ্ঠানে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাহিনীর রংপুর রেঞ্জের,রেঞ্জ কমান্ডার পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম পিভিএমএস।কর্মশালায় প্রধান আলোচক হিসাবে শুদ্ধাচার বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ও বিস্তারিত আলোচনা করেন আনসার-ভিডিপি সদর দপ্তরের উপপরিচালক জেনারেল মোঃ আশরাফুজ্জামান।প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন,জাতীর জনকের স্বপ্ন ছিল শোষণমুক্ত,দূর্নীতিমুক্ত, উন্নত,সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়া।জাতীর জনকের সেই অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে রূপায়িত করছেন তারই সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা।স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন দূর্নীতিমুক্ত,জনবান্ধব একটি জনপ্রশাসন।বর্তমানে গতিশীল,সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তা-চেতনার সরকারের লক্ষ্যও তাই।সেই চেতনায় উজ্জিবিত দক্ষ জনপ্রশাসন গড়ার মাধ্যমে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার ভীত রচনা করা।আর এমন লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।তিনি কর্মশালায় অংশ গ্রহণ কারীদের উদ্দেশ্যে বলেন আপনারা যার যার অবস্থান থেকে সর্বদা দেশ ও জাতীয় কল্যাণে কাজ করার চেষ্টা করবেন।তিনি বলেন সেবার মনোভাব নিয়েই আপনারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।তিনি তৃণমূলের এ বাহিনীর কার্যক্রম কে আরো গতিশীল ও বেগবান করতে কঠোর পরিশ্রম করার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান।তিনি বলেন,আপনারা এ সংগঠনে যতদিন পর্যন্ত চাকুরি করবেন,ততদিন পর্যন্ত সেবার মানসিকতা নিয়ে কার্যক্রম পরিচালনা করবেন।তিনি আজকের এ কর্মশালায় যোগদানের জন্য সবাই কে তাঁর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।এ সময় বাহিনীর বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।