স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ আগামী ২২ মে (সোমবার), ২০২৩ সকাল ১১ টায় ময়মনসিংহ প্রেসক্লাবে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে ‘শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়ন ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ নিয়ে বিভ্রান্তি নিরসনের দাবিতে’ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তর্য রাখবেন ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের অধ্যক্ষ ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নজরুল ইসলাম খান।
অতএব, উক্ত অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার রিপোর্টার/ফটোগ্রাফারকে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বাবুল হোসেন।