ধোবাউড়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ 

ধোবাউড়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ 

BMTV Desk No Comments

ইস্রাফিল হোসাইন পাপ্পুঃ-

ময়মনসিংহের ধোবাউড়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বতিহালা গ্রামে এ অভিযোগ পাওয়া যায়।অভিযোগ সুত্রে জানা যায়, বতিহালা মৌজাস্থিত ৩২৬খতিয়ানভুক্ত ২২৮৭ দাগের দেড় শতাংশ জমি পশ্চিম বতিহালার নজরুল ইসলাম ও নয়ন পালোয়ান এবং এরশাদ পালোয়ানের নামীয় সাফকাওলাকৃত জমি অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে পূর্ব বতিহালা গ্রামের মৃত আঃ মোমিনের ছেলে আলী আকবরের বিরুদ্ধে। জানা যায়, গত ২৮/০১/২০১৫ ইং তারিখে বতিহালা গ্রামের মৃত কামাল বক্সের ছেলে হাশেম বক্স তার পৈতৃক সম্পত্তির দেড় শতাংশ জমি বিক্রি করে যৌথ দলিল করে দেন পশ্চিম বতিহালা গ্রামের নজরুল ইসলাম ও নয়ন পালোয়ান এবং এরশাদ পালোয়ানের নামে।দলিল করে দেওয়ার পর থেকেই দেড় শতাংশ জমি জোরপূর্বক দখল করার পাঁয়তারা করে আসছে পূর্ব বতিহালা গ্রামের আলী আকবর। এনিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।