আঃ খালেক খান পিভিএম।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জামালপুর জেলায় আনসার ও ভিডিপি সংগঠনের সদস্যদের সেলাই, ফ্যাশন ডিজাইন ও নকশিকাঁথা তৈরি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।জেলার কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে ২৫ মে ভিডিপি-মহিলা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের,রেঞ্জ কমান্ডার ডঃ মোঃ সাইফুর রহমান।সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কমান্ডার ডঃ মোঃ সাইফুর রহমান,বিভিএম বার,পিএএমএস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।তিনি আনসার ভিডিপি সংগঠনের প্রশিক্ষার্থী সদস্যদের উদ্দেশ্যে বলেন এ প্রশিক্ষণের ঞ্জান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে।তিনি আরো বলেন,মাঠ পর্যায়ে আপনারা এ সংগঠনের প্রতিনিধি হিসাবে কাজ করবেন।ময়মনসিংহ রেঞ্জের চারটি জেলার সর্বমোট ত্রিশ জন ভিডিপি মহিলা প্রশিক্ষণার্থী উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে ৭৫ দিনের প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন,ট্রেনিং সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করা হয়।সমাপনী অনুষ্ঠানে জামালপুরসহ চারটি জেলার সকল কর্মকর্তা, কর্মচারী, টিআই পুরুষ, মহিলা, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।