বগুড়ায় রাঃ বিঃ শিক্ষক প্রতিনিধি দলের গাক কার্যক্রম পরিদর্শন

বগুড়ায় রাঃ বিঃ শিক্ষক প্রতিনিধি দলের গাক কার্যক্রম পরিদর্শন

BMTV Desk No Comments

আঃ খালেক খান পিভিএম।

দেশের জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক বাস্তবায়নাধীন আরএমটিপি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ২৭ মে সরেজমিন পরিদর্শন করেন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষক প্রতিনিধি দল।রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সস অনুষদের ডীন প্রফেসর ড.মোঃ জালাল উদ্দিন সরদার এর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন এগ্রোনমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান ও ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সস অনুষদের ডেপুটি চিফ ভেটেরিনারিয়ান ড.মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ প্রমুখ।গাক বাস্তবায়নাধীন আরএমটিপি প্রকল্পের আওতায় বগুড়ার সাবগ্রামে স্থাপিত মাংস প্রক্রিয়াজাতকরণ প্লান্ট বগুড়া মিট এর কার্যক্রম পরিদর্শন করেন।পরিদর্শন কালে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে পরিদর্শন দল মতবিনিময় করে কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন।পরে পরিদর্শনকারী দল বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন হাটফুলবাড়ীতে প্রকল্পের আওতায় প্রস্তাবিত স্লটার হাউজ স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে উক্ত কাজের সম্ভাব্যতা যাচাইয়ে মূল্যবান মতামত প্রদান ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।পরিদশনকারী দলের সাথে গাক সংস্থার সিনিয়র পরিচালক ড.মোঃ মাহবুব আলম, সমন্বয়কারী-কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন অফিসার সরদার জিয়া উদ্দিন,প্রকল্প ব্যবস্থাপক ডাঃ জিয়াউর রহমান,রাঃ বিঃ এর ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সস বিভাগের শিক্ষার্থী রুমানা ইয়াসমিন রুমা ও উদ্যোক্তা মোঃ মাসুদ হোসেন বক্তব্য দেন।আরএমটিপি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকারী রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের প্রফেসরবৃন্দ গাকের এমন উদ্ভাবনীমূলক কার্যক্রমের সাথে জড়িত সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সম্পৃক্ততা দেখে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।তাঁরা গাক সংস্থার সাথে যৌথভাবে বিভিন্ন গবেষণামূলক কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।এ সময় গাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,এনজিও কর্মী,নানা শ্রেণি পেশার প্রতিনিধি,সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,এলাকার বহুগন্যমান্য ব্যক্তি বর্গ,উপকার ভোগী সদস্য,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।