লাইভষ্টক সেক্টরে উদ্যোক্তা উন্নয়নে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন

লাইভষ্টক সেক্টরে উদ্যোক্তা উন্নয়নে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন

BMTV Desk No Comments

আঃ খালেক খান পিভিএম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সস অনুষদের ডীন প্রফেসর ড.মোঃ জালাল উদ্দিন সরদার কর্তৃক লাইভষ্টক সেক্টরে উদ্যোক্তা উন্নয়নে প্রনীত ৩টি বইয়ের ২টি বই কবুতর,কোয়েল পালন ও হাঁস পালন ইশা প্রকাশনী,বগুড়া কর্তৃক প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক কর্তৃক ২টি বই গ্রাম উন্নয়ন কর্ম গাক এর  সিনিয়র পরিচালক ড.মোঃ মাহবুব আলম এর নিকট হস্তান্তর করেন।প্রকাশিত বই গুলি আরএমটিপি প্রকল্পের সদস্য ও উদ্যোক্তাগণ ক্রয় করে ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে তাদের খামার উন্নয়নে সহায়ক হবে বলে আমরা প্রত্যাশা করছি।প্রকাশিত বই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ মোস্তাফিজুর রহমান ও ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সস অনুষদের ডেপুটি চিফ ভেটেরিনারিয়ান ড. মোঃ হেমায়েতুল ইসলাম গ্রাম উন্নয়ন কর্ম গাক এর সিনিয়র পরিচালক ড.মোঃ মাহবুব আলম,সমন্বয়কারী-কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন অফিসার সরদার জিয়া উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক মোঃ রহমত আলী,ডাঃ জিয়াউর রহমান ও রাবি ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সস বিভাগের শিক্ষার্থী রুমানা ইয়াসমিন রুম্পা প্রমুখ।
এ সময় নানা শ্রেণির মানুষ,গাক এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুবিধা ভোগী সদস্য,বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

LATEST POSTS