You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জন আসামীকে গ্রেফতার করেছে।কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৬ জনকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আলা উদ্দিন এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার কেওয়াটখালী সাকিনস্থ রেলওয়ে কলোনীতে প্রবেশ গেইটের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী আতিকুর রহমান(২৮), পিতা-মোঃ আক্তার হোসেন, , সাং- মেহেরচন্ডী, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হতে ১০(দশ)গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) শারমিন জাহান শাম্মী এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মাসকান্দা এলাকা হতে ডিজিটাল নিরাপত্তা আইনের আসামী কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম (৫২), পিতা- মৃত কাজী মোহাম্মদ সিকান্দর, সাং- ২৬/মাসইদার, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ, এ/পি- এসিসটেন্ট ম্যানেজার (আইটি ডিাপার্টমেন্ট) বাগান ত্রিশাল, জেনভায়ো ফার্মা লিমিটেড কোম্পানী, থানা- ত্রিশাল, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) তানভীর আহমেদ ছিদ্দিকী এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার গনেশ্যামপুর এলাক হইতে ধর্ষনের চেস্টা মামলার আসামী ১। মোঃ আনোয়ার হোসেন আনু (৩০), পিতামৃত-আব্দুল হাকিম, সাং-গণেশ্যামপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আশরাফুল আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার বিসিক মোড় মাসকান্দা বুশরা অনলাইন মিডিয়ার সামনে পাকা রাস্তার উপর হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ রনি মিয়া (২৭), পিতা-মোঃ কালাম মিয়া, সাং-পুরোহিত পাড়া, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হতে একটি কালো প্লাস্টিকের বাটযুক্ত অনুমান ৮.৮ ইঞ্চি লম্বা চাকু, যাহার বাটের দৈর্ঘ্য অনুমান ৪ ইঞ্চি এবং ধাঁরালো অংশের দৈর্ঘ্য অনুমান ৪.৮ ইঞ্চি উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) মনিতোষ মজুমদার এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রীজ মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার মআসামী কামরুল (২৬), পিতা-জামাল উদ্দিন, সাং- সুতিয়াখালী, রফিকুল ইসলাম (৩০), পিতামৃত-আব্দুর রহমান, সাং-রাঘবপুর, উভয় থানা-কোতোয়ালী জেলা-ময়মনসিংহ দ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।