ঢাকায় আনসার ভিডিপি সদর দপ্তরে কর্মকর্তাদের ব্যাজ প্রদান

ঢাকায় আনসার ভিডিপি সদর দপ্তরে কর্মকর্তাদের ব্যাজ প্রদান

June 1, 2023 266 Views

এম এ খালেক খান পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকার খিলগাঁও সদর দপ্তরের কনফারেন্স হল রুমে বাহিনীর উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত ৩জন কর্মকর্তাদপর র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি, এএফডব্লিউসি পিএসসি পিএইচডি।অনুষ্ঠানে তিনি বাহিনীর পক্ষ থেকে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান ও কেক কাটার মধ্য দিয়ে তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করেন।পরবর্তীতে মহাপরিচালক উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে সংগঠন,কর্মকর্তা ও তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।তিনি সবার উদ্দেশ্যে বলেন,আপনারা যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা চালিয়ে যাবেন।তিনি তৃর্ণমূলের এ সংগঠনটিকে আরো গতিশীল ও বেগবান করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান,বিজিবিএম পিবিজিএম (বার) বিএএম এনডিসি,উপ-মহাপরিচালক প্রশাসন ও উপ-মহাপরিচালক অপারেশন,পরিচালকসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক