You must need to login..!
Description
এম এ খালেক খান পিভিএম :
জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের ৫ সদস্যের প্রতিনিধি দলের অস্ট্রেলিয়ায় লেটস ওয়ার্ক ফর বাংলাদেশ সাহায্য সংস্থার কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে টিএমএসএসের ডেলিগেটস টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম,অস্ট্রেলিয়া সরকারের পার্লামেন্ট মেম্বার ডেভিড স্মিথ ও অস্ট্রেলিয়ায় দায়িত্বরত বাংলাদেশের হাইকমিশনার আল্লামা সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।আলোচনা সভায় টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান টিএমএসএসের আওতাধীন পরিচালিত স্বাস্থ্য সেক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।পরে টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের কার্যক্রমের উপর তিনি ৩ টি সচিত্র প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে সভায় অবহিত করেন। আলোচনা সভায় উপস্থিত অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বসবাসকারী বাংলাদেশীসহ মানবতাবাদী,অস্ট্রেলিয়ানবাসী তাদের বক্তব্যে টিএমএসএস-কে অধিক পরিমাণ অনুদান দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।লেটস ওয়ার্ক ফর বাংলাদেশ এর সাথে নতুনভাবে অনুদান গ্রহণের নিমিত্তে লেটস ওয়ার্ক ফর বাংলাদেশ প্রতিনিধি ও টিএমএসএস এর নির্বাহী পরিচালক চুক্তি স্বাক্ষর করেন।সভায় নানা শ্রেণী পেশার মানুষ,অস্ট্রেলিয়ান প্রবাসী বাংলাদেশি,টিএমএসএসের হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম ও সংশ্লিষ্ট এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।