ঢাকায় বাংলাদেশ আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ঢাকায় বাংলাদেশ আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

BMTV Desk No Comments

এম এ খালেক খান পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যোগে বিশ্ব পরিবেশ দিবস,পরিবেশ মেলা জাতীয় বৃক্ষ রোপণ ও বৃক্ষমেলা উপলক্ষ্যে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে।ঢাকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খিলগাঁও সদর দপ্তরের মাঠ প্রাংগনে ৫ জুন গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি, পিএইচডি।বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধনকালে মহাপরিচালক বৃক্ষের প্রয়োজনীয়তা,গুনাগুন ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বিজিবিএম, পিবিজিএম বার, বিএএম, এনডিসি,সংগঠনের উপমহাপরিচালক প্রশাসন,পরিচালকগন,বাহিনীর অন্য কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।এছাড়া ভিডিও টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে সারা দেশের ৯টি রেঞ্জ কার্যালয়, ৪২টি ব্যাটালিয়ন সদর দপ্তর ও ৬৪টি জেলাসহ মাঠ পর্যায়ের বিভিন্ন ইউনিট সংযুক্ত ছিলেন।সবাই মিলে করি পণ,বন্ধ হবে প্লাস্টিক দূষণ’প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন করা হয়।এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকায় বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা,জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে ‘বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন মহাপরিচালক।তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর,একাডেমি, রেঞ্জ কার্যালয়,ব্যাটালিয়ন সদর দপ্তর,ভিটিসি,জেলা কার্যালয় ও উপজেলা,থানা,ইউনিয়নসহ প্রতিটি ইউনিটের নিজস্ব জায়গা, ক্লাব-সমিতির প্রাঙ্গন,বিভিন্ন রাস্তার দুই ধারে গাছের চারা রোপণ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬১ লাখ সদস্য রয়েছে। দেশের প্রত্যেক গ্রামে ছড়িয়ে থাকা বাহিনীর প্রতিটি সদস্যকে ফলোদ,বনোজ ও ভেষজ গাছের চারা রোপণের ব্যবস্থা নেওয়া ও অন্যদের উদ্বুদ্ধ করতে আহ্বান জানানো হয়।এ সময় সদর দপ্তরের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।