এম এ খালেক খান পিভিএম :
জাতীয় পরিবেশ দিবস ২০২৩ এ বছরের প্রতিপাদ্য “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনার আলোকে ইউনিট পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীর পবার নওহাটার অবস্থিত ১৯ আনসার ব্যাটালিয়ন আয়োজিত ৬ জুন ব্যাটালিয়ান মাঠ চত্বরে ফলজ,বনজ ও ঔষধি গাছ সহ বিভিন্ন প্রজাতির ৫ শত টি চারা রোপন করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক রোপন করেন ১৯ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক মোঃ আব্দুল মজিদ।এ সময় ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোহাঃ আব্দুল আহাদ ও কোম্পানি কমান্ডার মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।পরিচালক আব্দুল মজিদ বৃক্ষের গুনাগুন,প্রয়োজনীয়তা ও পরিবেশ রক্ষার্থে বৃক্ষ রোপণের প্রয়োজন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।তিনি তার ব্যাটালিয়ানে কর্মরত সকল সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষ রোপণ করার জন্য আহবান জানান।এ সময় বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যগণ বৃক্ষ রোপনে অংশগ্রহণ করেন।শেষে বৃক্ষ রোপণ কর্মসূচি উপলক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।